নারী হকি খেলোয়াড়দের নিয়ে আবাসিক ক্যাম্প
প্রথমবারের মতো নারী হকি খেলোয়াড়দের নিয়ে আবাসিক ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তর।
বুধবার (৭ জুন) সকাল ১০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই আয়োজনের উদ্বোধান করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রপ্ত সচিব জনাব মো: আসাদুল ইসলাম।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০১৬-১৭ এর আওতায় সারা বাংলাদেশে আয়োজন করা হয়েছিল হকি প্রশিক্ষণ।
সেখান থেকে বাছাই করা ৪৫ জন নারী খেলোয়াড় নিয়ে আয়োজন করা হচ্ছে জাতীয় পর্যায়ের এই আবাসিক ক্যাম্প। যা চলবে ৭ থেকে ১৭ জুন পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৬ জুন ২০১৭
এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।