বৃহস্পতিবার (০৮ জুন) শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বল মাথায় নিয়ে সাইকেল চালিয়ে ১৩.৭৪ কিলোমিটার অতিক্রম করে নতুন এই রেকর্ড গড়ার চূড়ান্ত প্রচেষ্টা চালান দুই-দুইবারের গিনেস রেকর্ডধারী হালিম। সকাল ১১.৫৩ মিনিটে তিনি বল মাথায় নিয়ে সাইকেল চালানো শুরু করেন।
গেল বছর এই রেকর্ডের জন্য হালিম যখন গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তখন তারা কমপক্ষে ৫ কিলোমিটার অতিক্রম করার ক্যাটাগরি নির্ধারণ করে দেয়। তাদের নির্ধারণ করে দেওয়া সেই সীমা ১ ঘণ্টা ১৯ মিনিটে অতিক্রম করে হালিম ১৩.৭৪ কিলোমিটার করেছেন। একটি মূল ক্যামেরা দিয়ে তার পুরো সময়ের ভিডিও ধারণ করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরো ভিডিও, স্থিরচিত্র এবং এ নিয়ে ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রমাণাদি গিনেস বুক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সেটি বিচার-বিশ্লেষণ করে হালিমকে নতুন এই রেকর্ডের স্বীকৃতি দেওয়ার চিন্তা করবে গিনেস বুক কর্তৃপক্ষ।
হালিমের এই প্রচেষ্টা চালানোর উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) ও আয়োজক কমিটির চেয়ারম্যান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী রায়হান আল মুঘনি, সার্ভেয়ারগণ, অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এরপর হালিমের রেকর্ড গড়ার প্রচেষ্টা দেখভাল করতে আসেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার ও ডিরেক্টর অব স্পোর্টসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. তারিকুজ্জামান। তারা হালিমকে সাধুবাদ জানান।
হালিম এই রেকর্ডের স্বীকৃতি পেলে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়ে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এর আগেও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আব্দুল হালিম দুটি গিনেস রেকর্ড গড়েছেন। আজ আরো একটি রেকর্ডের জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালিয়েছেন। সে জন্য হালিমকে সাধুবাদ জানাই। হালিমের এই রেকর্ডটি স্বীকৃতি পেলে আমরা তাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি নগদ দুই লাখ টাকা দিয়ে উৎসাহিত করব। যাতে ভবিষ্যতে তিনি আরো রেকর্ড গড়তে পারেন। আমরা চাই দেশের ট্যালেন্টরা এভাবে বেরিয়ে আসুক। তাদের মাধ্যমে আমরা আমাদের দেশকে প্রমোট করতে চাই। ’
ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে আব্দুল হালিম বলেন, ‘এর আগেও ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেলের ব্যানারে একটি বিশ্ব রেকর্ড গড়েছিলাম। এরপর ২০১৬ সালে আরো একটি রেকর্ড গড়ি। এবারও ওয়ালটনের সহযোগিতায় নতুন এই রেকর্ডের জন্য সফলভাবে প্রচেষ্টা চালিয়েছি। ওয়ালটনের কাছ থেকে সব সময় আমি সব ধরণের সাহায্য-সহযোগিতা পেয়ে আসছি। আশা করছি আগামীতেও ওয়ালটনের কাছ থেকে সহযোগিতা পাব। পাশাপাশি এও আশা করব ওয়ালটন কর্তৃপক্ষ আমার জন্য আর্থিক সহযোগিতার হাতও প্রসারিত করবে। ’
তিনি আরো জানান, এখানেই শেষ নয়। শিগগিরই আরো রেকর্ডের প্রচেষ্টা চালাবো। প্রতি বছর দেশকে নতুন নতুন রেকর্ড উপহার দিতে চাই এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই।
উল্লেখ্য, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টিকারী আব্দুল হালিম ২০১২ সালে বল মাথায় রেখে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এরপর বল মাথায় নিয়ে রোলার স্কেটিং জুতা পরে দ্রুততম সময়ে (২৭.৬৬ সেকেন্ড) ১০০ মিটার অতিক্রম করে ২০১৬ সালে নতুন একটি রেকর্ড গড়েন। প্রচেষ্টা চালানোর ভিডিও:
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ০৮ জুন ২০১৭
এমআরপি