ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

খেলা

সর্বোচ্চ রানের জুটির রেকর্ড সাকিব-রিয়াদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, জুন ৯, ২০১৭
সর্বোচ্চ রানের জুটির রেকর্ড সাকিব-রিয়াদের সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ

কার্ডিফ থেকে: যেকোনো উইকেটে নিজেদের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়লেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে ২২৪ রানের জুটি গড়েন এই দুই টাইগার ব্যাটসম্যান।

এর আগে যে কোনো উইকেটে সর্বোচ্চ রান ছিলো ২০১৫ সালে পাকিস্ত‍ানের বিপক্ষে তামিম-মুশফিকের ১৭৮।

শুক্রবার (৯ জুন) কার্ডিফে দুর্দান্ত জুটির রেকর্ড গড়লেন সাকিব ও রিয়াদ।

কিউদের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ের পর সাকিব ফিরেছেন ১১৪ রানে। আর রিয়াদ অপরাজিত ছিলেন ১০২ রানে।

১১৪ রান তুলতে সাকিব বল খেলেছেন ১১৫টি বল যেখানে চারের মার ছিল ১১টি আর ছয়ের মার ছিল ১টি।

অন্যদিকে রিয়াদ অপরাজিত ১০২ রান তুলতে বল খেলেছেন ১০৭টি। যেখানে চারের মার ছিল ৮টি। আর ছয়ের মার ছিল ২টি।

এই দুই টাইগার ব্যাটসম্যানের দৃঢ় ব্যাটিংয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিউইদের ৫ উইকেটে হারিয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখলো টিম বাংলাদেশ।           
স্থানীয় সময়: ০১৫৮ ঘণ্টা, ৯ জুন ২০১৭
এইচএল/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।