ছবি: সংগৃহীত
একই দিনে প্রায় একই সময়ে ভারত-পাকিস্তান মাঠে নামলো ভিন্ন দুটি ভেন্যুতে! অবাক হওয়ার কিছু নেই এই ইংল্যান্ডেই একপাশে ক্রিকেট লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীরা, আর অন্যপাশে হকির মাঠে। তবে ক্রিকেটে পাকিস্তানের বড় জয় হলেও হকিতে ঠিকই ভারত বিধ্বস্ত করেছে প্রতিবেশি দেশটিকে।
ওয়ার্ল্ড হকি লিগের সেমিফাইনালে এদিন মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। কিন্তু পাকিস্তানকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে ভারত।
অন্যদিকে ওভালে ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো পাকিস্তান।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এমএমএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।