ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চিকুনগুনিয়ায় আক্রান্ত স্বর্ণজয়ী মাবিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ২১, ২০১৭
চিকুনগুনিয়ায় আক্রান্ত স্বর্ণজয়ী মাবিয়া

ঢাকা: মারাত্মক জ্বরে ভুগছেন দেশ সেরা ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে এখন নিজ বাসায় বিশ্রামে আছেন এসএ গেমসে স্বর্ণজয়ী এ অ্যাথলেট।
 

বুধবার (২১ জুন) রাতে বাংলানিউজকে মাবিয়া আক্তার নিজেই এ তথ্য জানান।
 
তিনি জানান, ‘কয়েকদিন থেকেই জ্বরে ভুগছি।

চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছি। শরীর খুব একটা ভালো না। দেখি কি হয়। ’

আপাতত রক্ত পরীক্ষা করতে দিয়েছেন। চিকিৎসকের পরামর্শে এখন বাসায় পূর্ণ বিশ্রামে আছেন মাবিয়া।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে এসএ গেমসে ভারোত্তলনে বাংলাদেশকে স্বর্ণ এনে দেন তিনি।
 
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুন ২১, ২০১৭
জেএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।