ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরবেন টেনিস কন্যা প্রীতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরবেন টেনিস কন্যা প্রীতি আফরানা ইসলাম প্রীতি/ছবি: সংগৃহীত

টেনিস জগতে খুব অল্প বয়সে চ্যাম্পিয়ন হয়ে গোটা দেশকে চমকে দেয়া আফরানা ইসলাম প্রীতি টেনিসের পাশাপাশি ‘গ্ল্যামার গার্ল’ হিসেবেও পরিচিত। বাংলানিউজের সঙ্গে একান্তে কথা বলার কিছুক্ষণ আগেও শপিংয়ের কাজটা সেরে ফেলেছেন।

টেনিস জগতে খুব অল্প বয়সে চ্যাম্পিয়ন হয়ে গোটা দেশকে চমকে দেয়া আফরানা ইসলাম প্রীতি টেনিসের পাশাপাশি ‘গ্ল্যামার গার্ল’ হিসেবেও পরিচিত। বাংলানিউজের সঙ্গে একান্তে কথা বলার কিছুক্ষণ আগেও শপিংয়ের কাজটা সেরে ফেলেছেন।

মা-বাবা ও বোনের জন্য শপিং শেষে খুলনা থেকে নিজের বাড়ি বাগেরহাটে চলে গেছেন। সেখানেই এবারের ঈদে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চান এই সুন্দরী টেনিস তারকা।

বিকেএসপি থেকে টেনিসের হাতেখড়ি এই তারকা টানা ছয় বছর পাঠচক্র চুকিয়ে এখন বাড়িতে থাকছেন। বাসায় গেলেও বিকেএসপির মায়ার ঘোর থেকে বের হতে পারেননি ১৭ বছর বয়সী প্রীতি, ‘বিকেএসপিতে ছিলাম ছয় বছর। ওখানেই আমার টেনিসের হাতেখড়ি শেখা, খেলাধুলার শুরু ওখানেই। এইসএসসি দিলাম এবার। ইন্টার পড়েই এখান থেকে চলে আসতে হয়। বিকেএসপি থেকে একেবারে চলে আসছি। ’

এবারের ঈদুল ফিতরের দিনে মা-বাবা, এক বোন আর বন্ধুদের সময় কাটাবেন দেশ সেরা এই টেনিস কন্যা। বাংলানিউজকে তিনি জানান, ‘ঈদে বাবা-মায়ের সঙ্গে থাকবো। ঈদের দিনে বিকেলে বের হবো ফ্রেন্ডদের সঙ্গে। দূরে কোথাও যাবো। ওয়েদারটা খারাপ তো। ফ্রেন্ডদের সঙ্গেই ঘুরবো। ’

টেনিস কোর্টে অনুশীলনে আফরানা ইসলাম প্রীতি/ছবি: সংগৃহীতঈদ আনন্দের পাশাপাশি বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চান প্রীতি। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে অংশ নেবেন, ‘ভার্সিটিতে পরীক্ষা দেব। ঢাকা ভার্সিটিতে অ্যাপ্লাই করবো। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দিবো। নিজেকে প্রস্তুত করছি। ’

ভর্তিযুদ্ধের পাশাপাশি নিজের টেনিস ভবিষ্যৎ নিয়েও সচেতন এই তরুণ মেধাবী টেনিস খেলোয়াড়। জানালেন তার ভবিষ্যৎ ভাবনার কথা, ‘ঈদের এক সপ্তাহ পরে ঢাকায় ফিরবো। আপাতত নতুন কোন টুর্নামেন্টের কোন ইনফরমেশন নেই। আগে তো বিকেএসপিতে প্র্যাকটিস করতাম। এখন আমাকে পুরোপুরি ফেডারেশনের উপর নির্ভর করতে হবে। আমার কোচ বলছেন, উনি কথা বলবেন এবং সব ব্যবস্থা করে দেবেন। ’

সবশেষ সুইস পেপার স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতার টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছেন তিনি। পরীক্ষার সময় এই টুর্নামেন্ট চলায় বিনা প্রস্তুতিতে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছেন প্রীতি, ‘লাস্ট টুর্নামেন্টটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। পরীক্ষা দিচ্ছিলাম। প্রস্তুতি ছাড়াই টুর্নামেন্টে অংশ নিয়েছি। চ্যাম্পিয়ন হই। ’

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) ওমেন্স ওমেন’স টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লুটিএ) অধীনে জুনিয়র সার্কিটে খেলেন প্রীতি। ২০১৩ সালে বাংলাদেশের অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ এশিয়ান টেনিস ইভেন্টে নারী এককের শিরোপা জেতার গৌরব অর্জন করেন তিনি।

দেশের সুনাম বয়ে এনে অল্প বয়সে দেশের টেনিস জগতে সাড়া ফেলে নাম কুড়াচ্ছেন এই মেধাবী টেনিস কন্যা। এখন সামনে এগিয়ে যেতে চান আফরান ইসলাম প্রীতি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৪ জুন, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।