ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পরিবার নিয়েই ঈদ আনন্দ স্বর্ণজয়ী মাবিয়ার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
পরিবার নিয়েই ঈদ আনন্দ স্বর্ণজয়ী মাবিয়ার পরিবার নিয়েই ঈদ আনন্দ স্বর্ণজয়ী মাবিয়ার

দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে বেড়ে ওঠা মাবিয়া আক্তার সীমান্তের স্বর্ণ জয়ের সেই মুহূর্ত এখনও দেশবাসীর চোখে লেগে আছে। এসএ গেমসে স্বর্ণ জয়ের পর দেশের জাতীয় সংগীত শুনে কেঁদে পুরো দেশবাসীকে কাঁদিয়েছিলেন এই দেশসেরা ভারোত্তোলক।

বাংলানিউজের সঙ্গে একান্ত সাক্ষাতকারে আসন্ন ঈদ ভাবনা ও ভবিষ্যত চিন্তার কথা জানালেন মাবিয়া।

মাদারীপুরে জন্ম নেয়া ১৭ বছরের তরুণী এই ভারোত্তোলক এবারের ঈদ করবেন ঢাকায়।

তিনি জানান, ‘আব্বু-আম্মুর সঙ্গে ঈদের সময় কাটাবো। বাবা-মার সাথেই ঈদ কাটানো হয় সাধারণত। ভাই-বোন বন্ধুদের সঙ্গে ঘুরবো। আশেপাশে অনেক ভালো জায়গা আছে। তবে, কোথায় যাবো এখনও ঠিক করিনি। ’

....চিকুনগুনিয়া জ্বরে ভুগছেন মাবিয়া। রক্ত পরীক্ষা করতে দিয়েছেন। জানালেন, ‘চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছি। শরীর খুব একটা ভালো না। দেখি কি হয়। ’

ঈদের পরেই জুনে এশিয়ান চ্যাম্পিয়নের জন্য নিজেকে প্রস্তুত করতে লেগে পড়বেন এই দেশ সেরা ভারোত্তোলক, ‘জুলাইয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে। সবার আগে আমার ইভেন্ট। ঢাকায় প্রস্তুতি নেব। তবে কোনো ক্যাম্প হবে না। তারপরও আশা করছি ভালো কিছুই হবে। ’

মাবিয়া ২০১৬ সালের দক্ষিণ এশীয় গেমসে মহিলা ৬৩ কেজি শ্রেণীতে স্বর্ণপদক জয় করেন। তিনি একটি স্বর্ণ জেতেন তরুণ বিভাগে এবং দুইটি রুপা জয় করেন জেষ্ঠ্য এবং কনিষ্ঠ বিভাগের কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলা ৬৩ কেজি শ্রেণীতে। মাবিয়া মোট ১৭৬ কেজি উত্তোলন করেন স্বর্ণ পদক জিততে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ২৫ জুন, ২০১৭
জেএইচ/এমআরপি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।