শনিবার (১ জুলাই) বিকেলে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ, নওগাঁ এ প্রতিযোগিতার আয়োজন করে।
ফাইনাল খেলায় যুব উন্নয়ন মশরপুর বদন দল ও ইন্দ্রা মন্ডল চন্ডীক্ষেত্র বদন দল অংশ নেয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বি বকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পরিষদ, নওগাঁর সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারি।
ঐতিহ্যবাহী বদন খেলা দেখতে মাঠের আশপাশের এলাকার নানা বয়সের নারী-পুরুষ ভিড় করেন।
প্রতিযোগিতা শুরু হয় গত ২৯ জুন। এতে মোট আটটি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া সংগঠক গোলাম সাকলায়েন।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এসআরএস/এমআরএম