ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভারতে ভালো শুরু বাংলাদেশি দাবাড়ুদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
ভারতে ভালো শুরু বাংলাদেশি দাবাড়ুদের ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭। বাংলাদেশ সময় সকাল  ১০টা হতে ক্যাটাগরি ইভেন্টের অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১০ গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়।

অনূর্ধ্ব-৮ গ্রুপ ও ওপেন গ্রুপের খেলা বিকেলে শুরু হয়। সকালে অনুষ্ঠিত খেলায় অনূর্ধ্ব-১৬ ওপেনে নাইম হক, অনূর্ধ্ব-১৪ ওপেন বিভাগে ফিদে মাস্টার ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে নোশিন আঞ্জুম, অনূর্ধ্ব-১২ বালকে তাহসিন তাজওয়ার জিয়া, অনূর্ধ্ব-১২ বালিকা বিভাগে জান্নাতুল ফেরদৌস ও অনূর্ধ্ব-১০ ওপেন বিভাগে সৈয়দ রিদওয়ান ও অনূর্ধ্ব-৮ এ মনোন রেজা নীড় প্রথম রাউন্ডের খেলায় জয় পেয়ে পূর্ণ পয়েন্ট করে পেয়েছেন।

নাইম ভারতের থাঙ্গা শেরিফকে, ফিদে মাস্টার ফাহাদ শ্রীলঙ্কার পেল্লাই তুয়ান এহসানকে, নোশিন দক্ষিণ আফ্রিকার  বোয়সেন তিনেকেকে, তাহসিন ভারতের জালা আকসারকে, জান্নাত ভারতের যশবি গুপ্তাকে ও মনোন ভারতের আর, এস সুজিতকে পরাজিত করেন।

সাজিদুল ভারতের আয়ান সাভারওয়ালের সাথে ড্র করেন ও রিদওয়ান বাই পান। অনূর্ধ্ব-২০ এ আকিব জাওয়াদ ভারতের মাহিন্দ্রাকার ইন্দ্রজিতের কাছে, অনূর্ধ্ব-২০ বালিকাতে উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার টপ সিডেড ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার প্রনালী ধারিয়ার কাছে, অনূর্ধ্ব-১৮ তে অনত চৌধুরী ভারতের মচেনজি লিওনেল জোসেফের কাছে ও অনূর্ধ্ব-১৬ বালিকায় কাজী জেরিন তাসনিম ভারতের সাংসকৃতি গোয়েলের কাছে হেরে যান।

৯ টি কমনওয়েলথ ভুক্ত সদস্য এই ইভেন্টে অংশ নিচ্ছে। ওপেন ইভেন্টে ১৫ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ১৪ জন আন্তর্জাতিক মাস্টার অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।