ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথমবার আট কলেজ নিয়ে মহিলা বেসবল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
প্রথমবার আট কলেজ নিয়ে মহিলা বেসবল ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতা-২০১৭’। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় থাকছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

রাজধানীর ৮টি কলেজ অংশ নেবে এই প্রতিযোগিতায়। ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আটটি দলকে দুই গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। এরপর সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন জানান, ‘এটা চলতি বছরে আমাদের তৃতীয় প্রতিযোগিতা। এর আগে জাতীয় বেসবল প্রতিযোগিতা ও মহিলা জাতীয় বেসবল প্রতিযোগিতা আয়োজন করেছি। এবার ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছি আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতা। সবকিছু ঠিকঠাক থাকলে ১১, ১২ ও ১৩ জুলাই রাজধানীর ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আটটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এটা আমাদের জন্য বিরাট সাফল্য। আমরা দারুণভাবে গর্বিত। ’

তিনি আরও জানান, ‘বাংলাদেশে বেসবল একটি অপরিচিত খেলা। ধীরে ধীরে বেসবলের জনপ্রিয়তা বাড়ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে ৯৬ জন জন মেয়ে বেসবলের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। ওয়ালটন পৃষ্ঠপোষকতা না দিলে তাদেরকে খেলা শেখাতে পারতাম না। এগোতেও পারতাম না। ’

ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘বেসবলের সঙ্গে আমাদের পথচলা নতুন নয়। এর আগেও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ও অন্যান্য প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। এবার প্রথমবারের মতো আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতার মাধ্যমে ভালো কিছু খেলোয়াড় উঠে আসবে। তারা জাতীয় মহিলা বেসবল দলকে সমৃদ্ধ করবে ও এক সময় নেতৃত্ব দিবে। বেসবল ক্রিকেটের আদলের একটি খেলা। পৃথিবীর অন্যতম দর্শকপ্রিয় একটি ইভেন্ট। প্রাচীন খেলাও বটে। আস্তে আস্তে বাংলাদেশেও এই খেলাটি জনপ্রিয়তা পাচ্ছে। কারণ, এই খেলাটি অনেকটা ক্রিকেট খেলার মতো। আশা করছি এক সময় বাংলাদেশে ক্রিকেটের মতো এই বেসবলও জনপ্রিয় হয়ে উঠবে। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।