প্রথম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ও হানিফ মোল্লা হেরে গেছেন।
অপরদিকে বয়স ভিত্তিক ক্যাটাগরি ইভেন্টে অনূর্ধ্ব-১৪ ওপেন গ্রুপে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও বারিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে জান্নাতুল ফেরদৌস পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে অন্যদের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
ওপেন গ্রুপের প্রথম রাউন্ডের খেলায় রাকিব ভারতের সুমিত গ্রোভারকে, নিয়াজ ইশা শর্মাকে, তৈয়ব ভারতের হরিকৃষ্ণা কোত্তামকে ও লিজা ভারতের লাক্ষসায়া আরোরাকে পরাজিত করেন। জিয়া ভারতের কুমার গৌরবের কাছে, রাজীব ভারতের রোহিত ভাসানের কাছে, রানী হামিদ ভারতের গ্র্যান্ড মাস্টার অভিজিৎ কুন্তের কাছে, শিরিন ভারতের গ্র্যান্ড মাস্টার স্বপনিল দুপুরের কাছে ও হানিফ ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার সৌমিয়া স্বামিনাথনের কাছে হেরে যান। ওপেন বিভাগে দ্বিতীয় রাউন্ডের খেলায় বয়স ভিত্তিক ক্যাটাগরিতে ফাহাদ ভারতের আন শিখাকে, জান্নাত শ্রীলংকার বিক্রামাসিংহে থেসানদিকে, জেরিন দক্ষিণ আফ্রিকার ভুসো হলোমিশাকে ও সাজিদ ভারতের গুনা ভালান মিথ্রানকে পরাজিত করেন।
নাইম শ্রীলংকার বিক্রামাসিংহে বানুকা নিমসিতের সাথে, তাহসিন ভারতের হরি আর চান্দ্রানের সাথে প্রতিভা ভারতের বৈঞ্চবী ঠাকুরের সাথে ড্র করেন। নোশিন ভারতের নন্দিতার কাছে, আকিব ভারতের বদ্রিনাথের কাছে ও অনত ভারতে আওদি আরমিয়ার কাছে হেরে যান।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি