বুধবার (০৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস এ ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই ‘অটিস্টিক ক্রীড়া উৎসব’ আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।
এসময় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস কমিটির জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম প্রমুখ।
কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে ক্রীড়া উৎসবে অ্যাথলেটিক্স, ফুটবল এবং ক্রিকেটে পারদর্শী প্রতিভাবানদের পুরষ্কার দেওয়া হয়।
চূড়ান্ত প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাবেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দলের বাছাইয়ে অংশ নেওয়ার। এছাড়া স্পেশাল অলিম্পিক কমিটির পরিচালনায় অনূর্ধ্ব-৯ অটিস্টিক শিশু এবং তার পরিবারের জন্য ‘ইয়ং অ্যাথলেট প্রোগ্রাম’ এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার আল অমিন সবুজ বাংলানিউজকে জানান, এই ক্রীড়া উৎসবে কিশোরগঞ্জের তিনটি অটিস্টিক স্কুলের প্রাথমিক বাছাই করা ২৫জন অটিস্টিক শিশু শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এনটি