বুধবার (৫ জুলাই) বিকেল ৫টায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি এ ক্যাম্পের উদ্বোধন করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং জাতীয় ক্রীড়া পরিষদ যৌথভাবে এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে।
সারাদেশ থেকে বাছাইকৃত অনূর্ধ্ব-১৬ বছরের ৬০ জন ফুটবল খেলোয়াড় মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিতে পারবে। এই ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে গোপালগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী ক্যাম্পে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, তোমরা মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নেবে। কেননা, তোমরাই আগামীদিনে আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে এবং মানসম্মত ফুটবল খেলা উপহার দিয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেনসহ সরকারি ও ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এসআই