এই অনুভূতি ছুঁয়ে গেছে বোল্টের পরিবারের মাঝেও। বাবা ওয়েলেসলি বোল্টের কথায় আরো কিছুদূর যেতে সক্ষম তার ছেলে।
এক সাক্ষাৎকারে ওয়েলেসলি বোল্ট বলেন, ‘এটা একটা দুঃখের মুহূর্ত যে উসাইন বোল্ট অবসর নিতে যাচ্ছে। কিন্তু সে তার শরীরটা ভালো বোঝে এবং সে বলেছে চলে যাওয়ার এটাই সময়। তাই অভিভাবক হিসেবে আমাকে এটি মেনে নিতে হবে এবং তার সিদ্ধান্তের সঙ্গে যেতে হবে। ’
‘অামি মনে করি সম্ভবত আরও দু’বছর ট্র্যাকে থাকার সামর্থ্য রাখে বোল্ট। তবে আমরা তাকে এটি করতে বলতে পারি না এবং আমাদেরকে তার সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমি জানি তার অনেক সমর্থক অবসর নিয়ে খুবই হতাশ। কিন্তু আপনি জানেন, যখন সময় আসে সব ছেড়ে চলে যেতে হবে। এটা খুব কঠিন কিন্তু আসুন আমরা বাকি খেলাটা উপভোগ করি। ’-যোগ করেন বোল্ট সিনিয়র।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ৬ জুলাই, ২০১৭
এমআরএম