ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ছেলের অবসর চান না বোল্ট সিনিয়র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
ছেলের অবসর চান না বোল্ট সিনিয়র বাবা-মায়ের সঙ্গে উসাইন বোল্ট/ছবি: সংগৃহীত

আগামী মাসে লন্ডনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়ে ক্যারিয়ারের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। জ্যামাইকান স্প্রিন্টারের (দৌড়বিদ) অগণিত ভক্ত-সমর্থকদের আশা সিদ্ধান্তে পরিবর্তন আনবেন তাদের প্রিয় অ্যাথলেট।

এই অনুভূতি ছুঁয়ে গেছে বোল্টের পরিবারের মাঝেও। বাবা ওয়েলেসলি বোল্টের কথায় আরো কিছুদূর যেতে সক্ষম তার ছেলে।

অন্তত দুই বছর পর অবসর নেওয়ার কথা বলেছেন তিনি। একই সঙ্গে ৩০ বছর বয়সী বোল্টের সিদ্ধান্তকেও সমর্থন দিচ্ছেন।

এক সাক্ষাৎকারে ওয়েলেসলি বোল্ট বলেন, ‘এটা একটা দুঃখের মুহূর্ত যে উসাইন বোল্ট অবসর নিতে যাচ্ছে। কিন্তু সে তার শরীরটা ভালো বোঝে এবং সে বলেছে চলে যাওয়ার এটাই সময়। তাই অভিভাবক হিসেবে আমাকে এটি মেনে নিতে হবে এবং তার সিদ্ধান্তের সঙ্গে যেতে হবে। ’

ছেলের মূর্তির পাশে ওয়েলেসলি বোল্টের পোজ/ছবি: সংগৃহীত‘অামি মনে করি সম্ভবত আরও দু’বছর ট্র্যাকে থাকার সামর্থ্য রাখে বোল্ট। তবে আমরা তাকে এটি করতে বলতে পারি না এবং আমাদেরকে তার সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমি জানি তার অনেক সমর্থক অবসর নিয়ে খুবই হতাশ। কিন্তু আপনি জানেন, যখন সময় আসে সব ছেড়ে চলে যেতে হবে। এটা খুব কঠিন কিন্তু আসুন আমরা বাকি খেলাটা উপভোগ করি। ’-যোগ করেন বোল্ট সিনিয়র।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ৬ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।