চতুর্থ রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৪ খেলায় ৩ পয়েন্ট, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ আড়াই পয়েন্ট, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার তৈয়বুর রহমান, মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ও হানিফ মোল্লা ২ পয়েন্ট করে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ১ পয়েন্ট করে পেয়েছেন।
রাকিব ভারতের এরিগাইসি অর্জূনের সাথে ড্র করেন।
এছাড়া, হানিফ ভারতের আরিয়ান সিংহের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
এদিকে, স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠনরত ৪০তম ওপেন ইন্টারন্যাশনাল বারবেরা ডেল ভ্যাল্লাস এর ‘এ’ ক্যাটাগরির দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ২ খেলায় ১ পয়েন্ট অর্জন করেছেন।
তবে, অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় নাসির ভারতের আন্তর্জাতিক মাস্টার ইনিয়ান পি এর কাছে হেরে যান।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি