ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

বিশ্ব অ্যাথলেটিকসে চমকে দিলেন জহির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, জুলাই ১২, ২০১৭
বিশ্ব অ্যাথলেটিকসে চমকে দিলেন জহির বিশ্ব অ্যাথলেটিকসে চমকে দিলেন জহির-ছবি:সংগৃহীত

যুব বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের হয়ে চমক দেখালেন অ্যাথলেট মোহাম্মদ জহির রায়হান। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত যুব বিশ্ব অ্যাথলেটিকের চলতি আসরের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র এই দ্রুত মানব।

ছেলেদের অনূর্ধ্ব-১৮’র ৪শ মিটার দৌঁড়ের হিটে সেমিতে উঠতে তিনি সময় নিয়েছেন ৪৮.০০ সেকেন্ড।

১৯৯৮ সালে ওয়ার্ল্ড ইয়্যুথ গেমসে ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফির সেমি-ফাইনালে ওঠার পর প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোনো প্রতিযোগিতায় সেমি-ফাইনালে উঠার কৃতিত্ব দেখালেন শেরপুরের এ যুবক।

 
 
এর আগে গত মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান যুব অ্যাথলেটিকসের ৪শ মিটারের সেমিফাইনালে জহির সময় নিয়েছিলেন ৪৯.১২ সেকেন্ড। নাইরোবিতে তিনি টাইমিং কমিয়েছেন ১.১২ সেকেন্ড।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১২ জুলাই ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।