ছেলেদের অনূর্ধ্ব-১৮’র ৪শ মিটার দৌঁড়ের হিটে সেমিতে উঠতে তিনি সময় নিয়েছেন ৪৮.০০ সেকেন্ড।
১৯৯৮ সালে ওয়ার্ল্ড ইয়্যুথ গেমসে ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফির সেমি-ফাইনালে ওঠার পর প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোনো প্রতিযোগিতায় সেমি-ফাইনালে উঠার কৃতিত্ব দেখালেন শেরপুরের এ যুবক।
এর আগে গত মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান যুব অ্যাথলেটিকসের ৪শ মিটারের সেমিফাইনালে জহির সময় নিয়েছিলেন ৪৯.১২ সেকেন্ড। নাইরোবিতে তিনি টাইমিং কমিয়েছেন ১.১২ সেকেন্ড।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১২ জুলাই ২০১৭
এইচএল/এমএমএস