ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

তৃতীয় বিচ শরীরগঠন প্রতিযোগিতা শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, জুলাই ২৩, ২০১৭
তৃতীয় বিচ শরীরগঠন প্রতিযোগিতা শুরু তৃতীয় বিচ শরীরগঠন প্রতিযোগিতা শুরু

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় রোববার (২৩ জুলাই) থেকে কক্সবাজারের লাবনী পয়েন্টে শুরু হয়েছে ‘ওয়ালটন তৃতীয় বিচ শরীরগঠন প্রতিযোগিতা-২০১৭’।

বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা মঙ্গলবার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

রোববার কক্সবাজারের লাবনী পয়েন্টে এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বডিবিল্ডারদের দৈহিক ওজন গ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।

সোমবার আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন হবে। আর পরদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতার ছয়টি ওজন শ্রেণিতে ৩৫টি ক্লাব ও সংস্থার শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছে। প্রতিযোগিতার ওজন শ্রেণিগুলো হলো ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। প্রত্যেক ওজন শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন মেডেল, সনদপত্র ও আর্থিক পুরস্কার। চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অধিকারীরা পাবেন সনদপত্র।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।