ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

খেলা

দুর্দান্ত খেলে তৃতীয় সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৮, জুলাই ৩১, ২০১৭
দুর্দান্ত খেলে তৃতীয় সিদ্দিকুর ছবি:সংগৃহীত

জার্মানির হামবুর্গে পোরশে ওপেনে গ্রিন ইগল গলফ কোর্সে চতুর্থ ও শেষ রাউন্ডে দুর্দান্ত খেলে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। ইউরোপিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের শেষ দিনে চারটি বার্ডিতে পারের চেয়ে চার শট কম খেলেন সিদ্দিকুর।

২০ লাখ ইউরোর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের জর্ডান স্মিথ। স্মিথের সমান পারের চেয়ে ১৩ শট কম খেলেছিলেন ফ্রান্সের আলেক্সান্ডার লেভিও।

দুই হোলের রোমাঞ্চকর প্লে-অফের মাধ্যমেই আলাদা করা গেছে তাদের।

প্রথম রাউন্ডে সাদামাটা পারফরম্যান্সের পর দ্বিতীয় রাউন্ডে দারুণ খেলে তৃতীয় রাউন্ডে উঠে এসেছিলেন সিদ্দিকুর। তৃতীয় দিন পিছিয়ে পড়লেও শেষ রাউন্ডে সমানে সমানে লড়ে শেষ পর্যন্ত আরেক গলফারের সঙ্গে যৌথভাবে পান তৃতীয় স্থান। দারুণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত সিদ্দিকুর জানান, এতটা ভালো তিনি নিজেও আশা করেননি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।