কিন্তু এই সমস্যার সমাধান করে দিয়েছে লস অ্যাঞ্জেলেস। গত পরশু আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) জানিয়ে দিয়েছে, ২০২৮ অলিম্পিক আয়োজন করতে চায় তারা।
ফলে ২০২৪ সালের অলিম্পিক আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিস ছাড়া আর কোনো প্রার্থী রইল না। প্রথমদিকে, ২০২৪ এর আসর আয়োজন করতে আগ্রহী ছিল অনেকগুলো শহর। পরে অন্যরা সরে দাঁড়ালে রয়ে যায় প্যারিস ও লস অ্যাঞ্জেলেস।
১৯৩২ ও ১৯৮৪ সালে অলিম্পিক আয়োজন করেছে লস অ্যাঞ্জেলেস। এর আগে দুবার অলিম্পিক আয়োজন করেছে প্যারিসও। তবে সর্বশেষটি সেই ১৯২৪ সালে। ঠিক ১০০ বছর পর তৃতীয় অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে তারা। এর আগে ১৯৯২, ২০০৮ ও ২০১২ সালে আয়োজন করতে চেয়েও পায়নি প্যারিস।
এখন পর্যন্ত তিনটি অলিম্পিক আয়োজন করেছে শুধু লন্ডন (১৯০৮, ১৯৪৮ ও ২০১২)। লস অ্যাঞ্জেলেস ও প্যারিস ছাড়া দুটি অলিম্পিক আয়োজন করা শহর আর শুধু গ্রিসের রাজধানী এথেন্স।
২০২০ সালে অলিম্পিকের আগামী আসর বসবে জাপানের টোকিওতে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১৭
এমএমএস