বিশ্ব চ্যাম্পিয়নশিপ হিটে শুরুতে পিছিয়ে থাকলেও অনায়াসেই প্রথম স্থানে পা রাখেন উসাইন বোল্ট (বাঁ থেকে দ্বিতীয়)/ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের বিদায়ী আসরের শুরুটা নিজের মতো হয়নি উসাইন বোল্টের। লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার হিটে হিটে প্রথম হয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেও পারফরম্যান্স নিয়ে হতাশা ঝরেছে জ্যামাইকান ‘গতিদানব’র কণ্ঠে।
নিজের ৬ নম্বর হিটে ১০.০৭ সেকেন্ড সময় নিয়ে সবার আগে টাচলাইন অতিক্রম করেন বোল্ট। দ্বিতীয় স্থানে থাকেন যুক্তরাজ্যের জেমস ডাসাওলু (১০.১৩)।
নিজের পারফরম্যান্সকে ‘খুবই খারাপ’ হিসেবে আখ্যায়িত করেন আটটি অলিম্পিক গোল্ড ও ১১টি ওয়ার্ল্ড টাইটেলের মালিক। এই টুর্নামেন্ট শেষেই অবসর নেবেন সর্বকালের অন্যতম সেরা এ দৌড়বিদ।
দৌড়ের শুরু নিয়েই মূলত হতাশা ব্যক্ত করেন ত্রিশ বছর বয়সী বোল্ট। প্রথম পিছিয়ে থাকলেও পরে অনায়াসেই তা কাটিয়ে উঠে ছাড়িয়ে যান সবাইকে। সেমিতে যে প্রত্যাশার চেয়েও কঠোর পরিশ্রম করতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না!
এদিকে, টানা তৃতীয়বারের মতো ১০ হাজার মিটারে স্বর্ণ জিতেছেন ব্রিটিশ তারকা মোহাম্মদ ফারাহ। সেরার মুকুট ধরে রাখার দৌড়ে ২৬ মিনিট ৪৯.৫১ সেকেন্ড সময় নেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ৫ আগস্ট, ২০১৭
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।