১২টি দলকে নিয়ে আয়োজিত ৫দিন ব্যাপী এই টুর্নামেন্ট ১০ আগস্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
রোববার (০৬ আগস্ট) সকাল ৯টায় অনুষ্ঠিত খেলায় গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ১৬-৮ গোলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
আগামীকাল দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় প্রথম সেমিফাইনাল গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মুখোমুখি হবে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার। আর বিকেল সাড়ে তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ও পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা।
৮ আগস্ট হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১০ আগস্ট হবে ফাইনাল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারকারী দলকে ট্রফি দেওয়া হবে। পাশাপাশি ফেডারেশন ও পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কারও দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৭
এমআরপি