রোববার (০৬ আগস্ট) অনুষ্ঠিত এ খেলায় সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে সিডনি চেস ক্লাবের ফিদে মাস্টার জোনস লি ও ফিদে মাস্টার জোনস ব্রেইনকে পরাজিত করেন।
সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সিডনি চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার লেন গ্যারির সাথে ড্র করেন।
সোমবার (০৭ আগস্ট) সাইফ স্পোর্টিং ক্লাব শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলবে।
এদিকে, স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠানরত ৪৩তম ওবেরট ইন্টারন্যাশনাল সিউটেটে ডি বাডালোনা এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ৪ খেলায় আড়াই পয়েন্ট অর্জন করেছেন।
ফিদে মাস্টার নাসির গনজালিস ভেরিকাট সেরগিওর বিপক্ষে ড্র করেন। পরের রাউন্ডে নাসির ভারতের ফিদে মাস্টার পুরুশোত্তমান থিরুমালাইয়ের সাথে খেলবেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৭
এমআরপি