ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লঙ্কা মিশনে বাংলাদেশের সাইফ রানার্স-আপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
লঙ্কা মিশনে বাংলাদেশের সাইফ রানার্স-আপ বামে সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা

শ্রীলঙ্কার সিটরাস হিক্কাদুভায় অনুষ্ঠিত এশিয়ান দাবা ক্লাব চ্যাম্পিয়নস লিগ-২০১৭’তে বাংলাদেশের সাইফ স্পোর্টিং ক্লাব রানার্স-আপ হবার গৌরব অর্জন করেছে। সাইফ স্পোর্টিং ক্লাব ৪ খেলায় ৬ ম্যাচ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হয়।

সোমবার (০৭ আগস্ট) সাইফ স্পোর্টিং ক্লাব তাদের শেষ খেলায় ৩-১ পয়েন্টে শ্রীলঙ্কাকে পরাজিত করে। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব যথাক্রমে শ্রীলঙ্কার তিলকারত্নে ও জয়াসুন্দরাকে পরাজিত করেন।

সাইফ স্পোর্টি ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে আলাহাকোন ইসুরু ও অমরাসিংহের সাথে ড্র করেন।

ইরানের সাইপা চেস ক্লাব পূর্ণ ৮ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হন। এ ইভেন্টে পূর্বে সাইফ স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে চীনের বাই জু কি ইয়ানকে ও ২.৫-১.৫ পয়েন্টে অস্টেলিয়ার সিডনি চেস ক্লাবকে পরাজিত করে। চ্যাম্পিয়ন ইরানের সাইপা চেস ক্লাবের কাছে ০.৫-৩.৫ পয়েন্ট হেরে যায়। সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রারানার্স-আপ হওয়ায় সাইফ স্পোর্টিং ক্লাব তিন হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার পাচ্ছে। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে এ ইভেন্টে অংশ নেন গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান। অধিনায়ক কাম কর্মকর্তার দায়িত্ব পালন করেন ন্যাশনাল ইন্সট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি।

রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে এশিয়ার ইরান, বাংলাদেশ, অস্টেলিয়া, চীন ও শ্রীলঙ্কা হতে মোট ৫টি দল এ ইভেন্টে অংশ নেয়।

এদিকে, স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠানরত ৪৩তম ওবেরট ইন্টারন্যাশনাল সিউটেটে ডি বাডালোনা এর পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ৫ খেলায় আড়াই পয়েন্ট অর্জন করেন। পঞ্চম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার নাসির ভারতের ফিদে মাস্টার পুরুশোত্তমান থিরুমালাইয়ের কাছে হেরে যান। ষষ্ঠ রাউন্ডের খেলায় নাসির স্পেনের দাইয়েজ ফ্রেইলি ডেভিডের বিপক্ষে খেলবেন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।