ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

যুব মহিলা হ্যান্ডবলে পঞ্চগড় তৃতীয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
যুব মহিলা হ্যান্ডবলে পঞ্চগড় তৃতীয় ছবি: সংগৃহীত

চতুর্থ জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে ১৭-৮ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। চতুর্থ হয়েছে গোপালগঞ্জ।

১০ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা।

মঙ্গলবার (০৮ আগস্ট) ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে তৃতীয় স্থান অর্জনকারী পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর কোষাধাক্ষ্য কাজী রাজীব উদ্দিন অহমেদ চপল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মকবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।