‘এ’ গ্রুপে (ষষ্ঠ হতে দশম শ্রেনী) নারায়ণগঞ্জের সাদনান হোসেন দিহান সাড়ে চার পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং ‘বি’ গ্রুপে (শিশু হতে পঞ্চম শ্রেনী) সর্নাভো চৌধুরী পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে রোববার (১৩ আগস্ট) দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘বি’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে মোর্তুজা মুহতাদি ইসলাম রানার-আপ, সাড়ে তিন পয়েন্ট নিয়ে মনোন রেজা নীড় তৃতীয় স্থান লাভ করেন। তিন পয়েন্ট করে নিয়ে চতুর্থ হতে সপ্তম স্থান লাভ করেন যথাক্রমেঃ ইশরাত জাহান দিবা, শ্রাবনী আক্তার জেরীন, ওয়াদিফা আহমেদ ও জান্নাতুল ফেরদৌস রাত্রি লামিয়া। আড়াই পয়েন্ট নিয়ে মোঃ সাজিদুল হক অষ্টম এবং দুই পয়েন্ট করে নিয়ে নুশরাত জাহান আলো নবম ও মুহাম্মদ আবতাহি আবরার দশম হন।
খেলা শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি গাজী সাইফুল তারেক ও শেখ কামাল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান হেলো। উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান পলাশ ও কার্যনির্বাহী সদস্য জাকির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ।
এ ইভেন্টে ঢাকা ও নারায়ণগঞ্জের ৩৪ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতার দুই গ্রুপের খেলাই ৫ রাউন্ড করে সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৭
এমআরপি