ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তাজিকিস্তানে ভালো অবস্থানে রাজীব-লিজারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
তাজিকিস্তানে ভালো অবস্থানে রাজীব-লিজারা ছবি: সংগৃহীত

তাজিকিস্তানের আসখাবাদে অনুষ্ঠানরত ৫ম এশিয়ান ইনডোর এন্ড মার্শাল আর্টস গেমস ২০১৭ এর পুরুষ একক দাবা ইভেন্টের পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৫ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেছেন।

এছাড়াও গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৫ খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন। অপরদিকে মহিলা গ্রুপে পঞ্চম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ৫ খেলায় ৩ এবং মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ২ পয়েন্ট পেয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় রাজীব ইন্দোনেশিয়ার ফিদে মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রার সাথে ও রাকিব কিরগিজস্তানের আন্তর্জাতিক মাস্টার তোলোগোনতেজিন সিমিটেইয়ের সাথে ড্র করেন। মহিলা বিভাগে লিজা উজবেকস্তানের মহিলা গ্র্যান্ড মাস্টার তখিরজনবা গুলরুখবেগমের সাথে ও শিরিন থাইল্যান্ডের চুয়িমসাকুল সোরচার সাথে ড্র করেন।

এর আগে গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় পুরুষ বিভাগে রাজীব ভারতের গ্র্যান্ড মাস্টার কৃষ্ণান শশীকিরনের কাছে, রাকিব ভারতের গ্র্যান্ড মাস্টার সুর্য্য শেখর গাঙ্গুলীর কাছে এবং মহিলা বিভাগে লিজা কাজাকস্তানের আন্তর্জাতিক মাস্টার আব্দুমালিক যানসায়ার কাছে হেরে যান। শিরিন শ্রীলংকার মেনডিস ডাসুনি হানসিকার সাথে ড্র করেন।

ষষ্ঠ রাউন্ডের খেলায় পুরুষ বিভাগে রাজীব মিয়ানমারের ফিদে মাস্টার কিয়াও লিন নায়িংয়ে সাথে ও রাকিব লেবাননের নাজির আহমেদের সাথে এবং মহিলা বিভাগে ষষ্ঠ রাউন্ডে লিজা ইন্দোনেশিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার সুকান্দার আইরিন কারিশমার সাথে ও শিরিন সংযুক্ত আরব আমিরাতের ওয়াদিমা হুমায়িদ আলকালবানির সাথে খেলবেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।