মার্সেল দ্বিতীয় আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ মহিলা কলেজ। রানার-আপ হয়েছে সেন্ট্রাল উইমেন্স কলেজ।
এর আগে সোমবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা কমার্স কলেজকে ৫-০ পয়েন্টে হারিয়ে তৃতীয় হয় শহীদ বীর উত্তম লে: মো. আনোয়ার গার্লস কলেজ। চতুর্থ হয় ঢাকা কমার্স কলেজের মেয়েরা।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলকে ট্রফি ছাড়াও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়েছে।
ফাইনাল ম্যাচ শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদা আক্তার বেগম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ।
দ্বিতীয় আন্তঃকলেজ রাগবি প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো শহীদ বীর উত্তম লে: মো. আনোয়ার গার্লস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা কমার্স কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নারায়ণগঞ্জ মহিলা কলেজ, ক্যাব্রিয়ান কলেজ, হাইমচর কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ হোস্টেল দল। আটটি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলে। সেখান থেকে দুটি দল ফাইনালে উত্তীর্ণ হয়।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি