ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মালয়েশিয়ার সামনে বিবর্ণ পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
মালয়েশিয়ার সামনে বিবর্ণ পাকিস্তান ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: এশিয়া কাপ হকির চলতি আসরে নামের সুবিচার করতে পারলো না, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। গ্রুপ পর্বে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর সুপার ফোরের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হেরে গেল এশিয়া হকির পরাশক্তি এই দলটি।

ম্যাচে দু’বার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো ৩-২ এর ব্যবধানে হার নিয়ে। এরআগে বুধবার (১৮ অক্টোবর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের ২২ সেকেন্ডেই ওমর ভুট্টোর রিভার্স হিটে ১-০ তে এগিয়ে যায় পাকিস্তান।

পিছিয়ে পড়ে মোটেও স্বস্তিতে ছিল না মালয়েশিয়া।

গোল শোধে মরিয়া হয়ে ওঠা দলটি আক্রমণে প্রকম্পিত করে পাক রক্ষণভাগ। ম্যাচের বয়স যখন ১০ মিনিট ঠিক তখন মালয়েশিয়ার এমনই এক আক্রমণে সামনে পরাস্ত হন, পাক গোল রক্ষক আব্বাস মাযহার। রহিম রাজির ড্র্যাগ অ্যান্ড পুশে ম্যাচে ১-১ এ সমতা আসে।

এর ৯ মিনিট পার না হতেই আবার এগিয়ে যায়, তিনবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান। ইয়াকুব মোহাম্মদের কানেক্ট গোলে লিড নেয় ২-১।
তবে দূর্ভাগাই বলতে হচ্ছে পাক শিবিরকে। কেননা ২৫ মিনিটে শাহরিল সাবাহ’র গোল মালয়েশিয়াকে ২-২ এ সমতায় ফেরায়।

এরপর ৩৪ মিনিটে, ফিতরি সারি’র জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মালয়েশিয়া।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।