ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তৃতীয়বার এশিয়ার সেরা ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
তৃতীয়বার এশিয়ার সেরা ভারত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আট জাতির দশম এশিয়া কাপ হকির শিরোপার লড়াইয়ে নেমে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে মালয়েশিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল মেন ইন ব্লু’রা।

রোববার (২২ অক্টোবর) মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ভারত। রমনদিপ সিংয়ের গোলে ১-০ তে লিড নেয় ভারত।

দ্বিতীয় কোয়ার্টারের ২৯তম মিনিটে ললিত উপাধ্যায় ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।

৫০তম মিনিটে মালয়েশিয়ার হয়ে গোল করেন শাহরিল সাবাহ (২-১)। কিন্তু পরে আর সমতায় ফেরা গোলের দেখা পায়নি মালয়েশিয়া।

এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল মালয়েশিয়া। সুপার ফোরের ম্যাচে কোরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ফাইনালে উঠে দেশটি। অন্যদিকে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ভারত।

সর্বশেষ ২০০৭ সালে এশিয়া কাপ জিতেছিল ভারত। এই টুর্নামেন্টে সুপার ফোরে কোরিয়ার বিপক্ষে ড্র করেছিল দলটি। এবারের আসরে কোনো ম্যাচেই হারেনি ভারত। তাই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে পারছে তারা। ২০১৮ সালে ভারতের মাঠে হকির বিশ্বকাপ বসবে। তাই আগাম সতর্কবার্তা দিতেই যেন এশিয়ার সেরা বলে প্রমাণ দিল টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।