রোববার (২২ অক্টোবর) মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ভারত। রমনদিপ সিংয়ের গোলে ১-০ তে লিড নেয় ভারত।
৫০তম মিনিটে মালয়েশিয়ার হয়ে গোল করেন শাহরিল সাবাহ (২-১)। কিন্তু পরে আর সমতায় ফেরা গোলের দেখা পায়নি মালয়েশিয়া।
এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল মালয়েশিয়া। সুপার ফোরের ম্যাচে কোরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ফাইনালে উঠে দেশটি। অন্যদিকে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ভারত।
সর্বশেষ ২০০৭ সালে এশিয়া কাপ জিতেছিল ভারত। এই টুর্নামেন্টে সুপার ফোরে কোরিয়ার বিপক্ষে ড্র করেছিল দলটি। এবারের আসরে কোনো ম্যাচেই হারেনি ভারত। তাই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে পারছে তারা। ২০১৮ সালে ভারতের মাঠে হকির বিশ্বকাপ বসবে। তাই আগাম সতর্কবার্তা দিতেই যেন এশিয়ার সেরা বলে প্রমাণ দিল টিম ইন্ডিয়া।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৭
এমআরপি