জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় লালমোহন উপজেলা দলকে ৩৯-৩৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ভোলা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. জানে আলম সুফিয়ান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক এমএ তাহের, সহকারী পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, শেখ সাব্বির আলম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ সাফিয়া খাতুন, লেডিস ক্লাবের সম্পাদিকা খাদিজা আক্তার স্বপ্না, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহ সভাপতি মো. ফয়ছেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, পড়ালেখার পাশাপাশি যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। প্রতিভা বিকাশের মাধ্যমেই আজকের যুবকরাই একদিন দেশের নামি-দামী খেলোয়াড় হয়ে উঠবে।
ফাইনাল খেলায় সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন। ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/