এই প্রতিযোগিতাকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, এটিএন বাংলার জেষ্ঠ্য প্রতিবেদক পরাগ আরমানসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম বিচ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন সংস্থা জেলা, স্কুল, কলেজের প্রায় ৩০০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করবে। পুরুষ জুনিয়র বিভাগের পাঁচটি ওজন শ্রেণি হলো-অনূর্ধ্ব-৫৮ কেজি, অনূর্ধ্ব-৬৮ কেজি, অনূর্ধ্ব-৭৮ কেজি ও ৭৮+ কেজি। মহিলা জুনিয়র বিভাগের ওজন শ্রেণিগুলো হলো-অনূর্ধ্ব-৪৯ কেজি, অনূর্ধ্ব-৫৭ কেজি, অনূর্ধ্ব-৬৩ কেজি ও ৬৩+ কেজি।
এ ছাড়া পুরুষ ও মহিলা জুনিয়র পুমসে ক্যাটাগোরিতে একক, দ্বৈত ও দলগত ইভেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৭
এমআরপি