শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে জেলার ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে চূড়ান্ত পর্বের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলায় বগুড়া সদর উপজেলা দল ৪৭ পয়েন্ট ও গাবতলী উপজেলা দল ২৬ পয়েন্ট পায়।
জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, সনাতন চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বিকর্ণ চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য সার্জিল আহমেদ টিপু, আবু সুফিয়ান শফিক, হাসান আলী আলাল প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল।
শেষে প্রধান অতিথিসহ অন্যরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমবিএইচ/জিপি