ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফিদে রেটিং দাবায় চ্যাম্পিয়ন শাওন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ফিদে রেটিং দাবায় চ্যাম্পিয়ন শাওন শওকত বিন ওসমান শাওন

মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় শওকত বিন ওসমান শাওন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। শাওন ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।

সাত পয়েন্ট করে অর্জন করেন ৭ জন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে আবজিদ রহামন রানার-আপ, যোয়ার হক প্রধান তৃতীয়, দেওয়ান শহিদুল আমীন চতুর্থ, আনিসুজ্জামান মল্লিক পঞ্চম, আব্দুল মালেক ষষ্ঠ, শরীয়তউল্লাহ সপ্তম ও গিয়াস উদ্দিন আহমেদ অষ্টম স্থান লাভ করেন।

সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ১২ জন খেলোয়াড়।

এদের মধ্যে ৮ জন খেলোয়াড় নবম হতে ষোড়শ স্থান পেয়ে সাইফ পাওয়ারটেক ৪৩তম জাতীয় ‘বি’ দাবায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

এরা হলেন ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন, আব্দুল মোমিন, মোহাম্মদ সিরাজুল কবীর, মতিউর রহমান মামুন, মুকিতুল ইসলাম রিপন, জাবেদ আল আজাদ, নয়ন কুমার মোহন্ত এবং ফয়সাল হোসেন। সপ্তদশ হতে বিংশ স্থান পেয়ে বাদ পড়েন অনত চৌধুরী, আমিনুল ইসলাম লিপন, জাকির হোসেন শিপলু ও সব্যসাচী মন্ডল।

রোববার (৫ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় শাওন মামুনকে, আবজিদ মুতাকাব্বিরকে, আনিস আহমেদ জাহাঙ্গীর বাবুল, মালেক নাসিম হোসেন ভূঁইয়াকে, শহীদুল নাসিরউদ্দিন অপুকে ও জাবেদ জাবের আল হামিদকে পরাজিত করেন। যোয়ার শরীয়তের সাথে, মনির শিপলুর সাথে, নয়ন লিপনের সাথে ও ফয়সাল রিপনের সাথে ড্র করেন। গিয়াস সিরাজের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ১৭৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। শীর্ষস্থান প্রাপ্ত ১৬ জন খেলোয়াড়কে আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) হতে অনুষ্ঠেয় সাইফ পাওয়ারটেক ৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে ঢাকা শহরের পক্ষে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।