সকালে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ ভূঁইয়া।
মূলত ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল ও সংস্থার সব ধরনের প্রতিবন্ধী ও অটিজম শিশু-কিশোররা অংশ নিয়েছে।
এবারের এই ক্রীড়া উৎসব ১৫টি ক্যাটাগরিতে ৪২টি ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত স্পেশাল ও প্যারা অলিম্পিকে যে ধরণের ইভেন্ট থাকে সেগুলো নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় ২০০ বিশেষ শিশু-কিশোররা অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৪ ডিসেম্বর ২০১৭
এমআরপি