ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঢাকার আকাশে লেজার লাইট ও আতশবাজির ঝলক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ঢাকার আকাশে লেজার লাইট ও আতশবাজির ঝলক ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্বের কথা। সাবিনা ইয়াসমিন ও ব্যান্ড সঙ্গীত শিল্পী তুহিন তার সঙ্গীত পরিবেশন শেষ করেছেন। নৃত্য শিল্পিদেরও পরিবেশনারর ইতি ঘটেছে মাত্রই।বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়ামের মূলমঞ্চ থেকে একে একে সবাই বিদায় নিয়েছেন। তখনই লেজার লাইট প্রদর্শনীর ঘোষণা ভেসে এল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রতিটি কর্ণার থেকে লেজার লাইটের বর্ণিল আলোয় আলোকিত হয়ে উঠলো ঢাকার আকাশ।  ছবি: শোয়েব মিথুনঘোষণা শেষে মাঠের ফ্লাড লাইট নিভিয়ে দেয়া হলো।

অমনি স্টেডিয়ামের প্রতিটি কর্ণার থেকে লেজার লাইটের বর্ণিল আলোয় আলোকিত হয়ে উঠলো ঢাকার আকাশ। শুধুই কী লেজার লাইট? ঢাকার আকাশকে যুব গেমসের আনন্দে মাতোয়ার করে রাখতে সামিল হলো দৃষ্টিনন্দন আতশবাজির আলোও।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রতিটি কর্ণার থেকে লেজার লাইটের বর্ণিল আলোয় আলোকিত হয়ে উঠলো ঢাকার আকাশ।  ছবি: শোয়েব মিথুন

কী অসাধারণ তার শোভা! স্টেডিয়ামের গ্যালারি ও আশপাশের সুউচ্চ ভবনগুলো থেকে আতশবাজিগুলো সোজা আকাশে উঠে সজোরে ফুটে আলো ছড়িয়ে দিচ্ছে। তার মাঝেই বেগুণী,লাল,নীল, সবুজ, হলুদ রঙের মায়াবী আলো ছড়াচ্ছে লেজার লাইটগুলো।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রতিটি কর্ণার থেকে লেজার লাইটের বর্ণিল আলোয় আলোকিত হয়ে উঠলো ঢাকার আকাশ।  ছবি: শোয়েব মিথুন
দুইয়ের আলোয় ক্রমাগত ঝলসে যাচ্ছিলো ঢাকার আকাশ, আর আতশবাজির শব্দে প্রকম্পিত হয়ে উঠছিলো স্টেডিয়ামসমেত পুরো এলাকা। এভাবে চললো ৮ মিনিট। যতক্ষণ চললো স্টেডিয়ামে উপস্থিতি হাজার তিনেক দর্শকের ৬ হাজার চোখই স্টেডিয়ামের আকাশে আটকে ছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রতিটি কর্ণার থেকে লেজার লাইটের বর্ণিল আলোয় আলোকিত হয়ে উঠলো ঢাকার আকাশ।  ছবি: শোয়েব মিথুনদেখতে দেখতে এক সময়ে আলোর খেলা শেষ হয়ে এল। ফ্লাড লাইটগুলো জ্বলে উঠলো। আপাতত আলোর খেলা শেষ হলো সত্যি কিন্তু এই শেষ দিয়েই আরেক শুরুর বারতা দিয়ে কিন্তু থেকেই গেল। আজ যেখানে শেষ হলো সেখান থেকেই রোববার (১১ মার্চ) শুরু হচ্ছে যুব গেমসের মূল পর্বের লড়াই। যা চলবে ১৬ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।