ঘোষণা শেষে মাঠের ফ্লাড লাইট নিভিয়ে দেয়া হলো।
কী অসাধারণ তার শোভা! স্টেডিয়ামের গ্যালারি ও আশপাশের সুউচ্চ ভবনগুলো থেকে আতশবাজিগুলো সোজা আকাশে উঠে সজোরে ফুটে আলো ছড়িয়ে দিচ্ছে। তার মাঝেই বেগুণী,লাল,নীল, সবুজ, হলুদ রঙের মায়াবী আলো ছড়াচ্ছে লেজার লাইটগুলো।
দুইয়ের আলোয় ক্রমাগত ঝলসে যাচ্ছিলো ঢাকার আকাশ, আর আতশবাজির শব্দে প্রকম্পিত হয়ে উঠছিলো স্টেডিয়ামসমেত পুরো এলাকা। এভাবে চললো ৮ মিনিট। যতক্ষণ চললো স্টেডিয়ামে উপস্থিতি হাজার তিনেক দর্শকের ৬ হাজার চোখই স্টেডিয়ামের আকাশে আটকে ছিল। দেখতে দেখতে এক সময়ে আলোর খেলা শেষ হয়ে এল। ফ্লাড লাইটগুলো জ্বলে উঠলো। আপাতত আলোর খেলা শেষ হলো সত্যি কিন্তু এই শেষ দিয়েই আরেক শুরুর বারতা দিয়ে কিন্তু থেকেই গেল। আজ যেখানে শেষ হলো সেখান থেকেই রোববার (১১ মার্চ) শুরু হচ্ছে যুব গেমসের মূল পর্বের লড়াই। যা চলবে ১৬ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস