তাদের মধ্যে আরিফুল ইসলাম একাই জিতেছেন পাঁচটি স্বর্ণ। একটি স্বর্ণ জিতেছেন মিঠু মিয়া।
এর মধ্যে রোববার ঢাকা বিভাগকে তিনটি স্বর্ণ এনে দেন আরিফুল। সোমবার (১২ মার্চ) আরিফুল তার ঝুলিতে আরো দুইটি স্বর্ণ যোগ করেন। এদিন ঢাকা বিভাগের হয়ে মিঠুও স্বর্ণ জিতেন।
সোমবার (১২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ বাংলানিউজকে বিষয়টি জানান।
এছাড়া, ছেলেদের সাঁতারে নিকলী উপজেলার সাঁতারুদের হাত ধরে আরো ছয়টি রূপা পেয়েছে ঢাকা বিভাগ। তাদের মধ্যে স্বর্ণজয়ী মিঠু একটি রূপা, টিটু মিয়া দুইটি রূপা, হাকিম, জামরুল ও ইমন প্রত্যেকে একটি করে রূপা পদক পেয়েছেন।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এনটি