বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মঙ্গলবার ফাইনালে যদিও দুই প্রতিযোগী বাংলাদেশের হওয়ায় এ ইভেন্টে স্বাগতিকদের স্বর্ণ জয় নিশ্চিত ছিল আগেই।
দেশের হয়ে দক্ষিণ এশিয়ান আর্চারিতে প্রথম স্বর্ণ জেতা ১৭ বছর বয়সী ইব্রাহিমের এখন লক্ষ্য যুব অলিম্পিকে খেলা।
এদিকে ছেলেদের মতো কম্পাউন্ড মেয়েদের এককের দুই প্রতিযোগী বাংলাদেশের হওয়ায় স্বাগতিকদের স্বর্ণ নিশ্চিত ছিল এ বিভাগেও। সুস্মিতা বণিককে ১৪০-১৩৩ স্কোরে হারিয়ে সেরা হয়েছেন রোকসানা আখতার।
আর কম্পাউন্ডের মিশ্র বিভাগ থেকে বাংলাদেশকে আরেকটি স্বর্ণ এনে দিয়েছেন অসীম কুমার দাস-বন্যা আক্তার জুটি। ভারতের কুন্দেরু ভেঙ্কাটাদ্রি-ইশা কেতন পাওয়ার জুটিকে ১৫৩-১৪৮ স্কোরে হারান তারা।
তবে রিকার্ভ মেয়েদের এককের ফাইনালে ভারতের হিমানির সঙ্গে জিততে পারেননি নাসরিন আখতার। ৬-৩ সেটে হেরে রৌপ্য পেয়েছেন বাংলাদেশের এই আর্চার।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমএমএস