দেশের হয়ে দক্ষিণ এশিয়ান আর্চারিতে প্রথম স্বর্ণ জয়ের গৌরব অর্জন করেন ১৭ বছর বয়সী ইব্রাহিম শেখ রেজওয়ান। তার লক্ষ্য এখন যুব অলিম্পিকে খেলা।
মেয়েদের কম্পাউন্ড ইভেন্টেও দুই শীর্ষ প্রতিযোগী ছিলেন বাংলাদেশি। সুস্মিতা বণিককে ১৪০-১৩৩ স্কোরে পরাজিত করে শেষ হাসি হাসেন রোকসানা আকতার।
দলগত মিশ্র কম্পাউন্ড বিভাগে ভারতের কুন্দেরু ভেঙ্কাটাদ্রি-ঈশা কেতন জুটিকে ১৫৩-১৪৮ স্কোরে হারিয়ে বাংলাদেশকে আরেকটি সোনার পদক এনে দেন অসীম কুমার দাস ও বন্যা আকতার।
পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টেও স্বর্ণপদক বাংলাদেশের দখলে। একেএম মামুন, অসীম কুমার ও আশিকুজ্জামান মিলে এই অর্জন এনে দেন।
এদিকে, মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ভারতের হিমানি মালিকের বিপক্ষে হেরে গেলেও রিকার্ভ মিশ্রে রোমান সানাকে নিয়ে ভারতীয় প্রতিযোগিকে হারিয়েই স্বর্ণ জয়ের উচ্ছ্বাসে মাতেন নাসরিন আকতার।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমআরএম