শনিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্ট দুটির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারি।
শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান ও শরীরচর্চা প্রশিক্ষক মাবিলা রহমানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এ বছর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও বাস্কেটবল টুর্নামেন্টে ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। দিনের প্রথম খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।
অপর খেলায় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ৪-০ গোলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে জয়ের শুভ সূচনা করে।
৭ এপ্রিল ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে ফুটবল টুর্নামেন্ট।
অপরদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
টিএ