ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইবিতে ফুটবল ও বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
ইবিতে ফুটবল ও বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন টুর্নামেন্টের উদ্বোধন

ইবি: ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্ট দুটির উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারি।

তাছাড়া খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক চিন্তার বিকাশ ঘটিয়ে আরো প্রাণবন্ত করে তোলে।

শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান ও শরীরচর্চা প্রশিক্ষক মাবিলা রহমানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এ বছর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও বাস্কেটবল টুর্নামেন্টে ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। দিনের প্রথম খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।  

অপর খেলায় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ৪-০ গোলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে জয়ের শুভ সূচনা করে।

৭ এপ্রিল ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে ফুটবল টুর্নামেন্ট।

অপরদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।