ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের তিন নম্বর হিটে ১ মিনিট ০৭ দশমিক ৫১ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন আরিফুল। নিজের হিটে সাত প্রতিযোগীর মধ্যে সপ্তম এবং সব মিলিয়ে ২৯ জনের মধ্যে ২০তম স্থান অর্জন করেন তিনি।
মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলের দুই নম্বর হিটে ছয়জনের মধ্যে পঞ্চম হন নাজমা। সাঁতার শেষ করতে সময় নেন ৩১ দশমিক ১০ সেকেন্ড। সব মিলিয়ে ৪০ জনের মধ্যে তার অবস্থান ৩৭তম। পরবর্তী রাউন্ডে সবার শেষে থাকা প্রতিযোগীর টাইমিং আরও ভালো (২৬ দশমিক ৭০ সেকেন্ড)।
প্রসঙ্গত, কমনওয়েলথ গেমসের বক্সিং ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ থেকে যান দু’জন। ৬০ কেজি ওজন শ্রেণিতে রবিন মিয়া ও ৬৪ কেজিতে আল আমিন। কিন্তু বক্সিং রিংয়ে নামার সৌভাগ্য হয়নি তাদের। নিয়ম অনুযায়ী, ইভেন্ট শুরুর আগের দিন টেকনিক্যাল কমিটির সভায় কোনো প্রতিনিধি না থাকায় বাদ পড়ে যায় বাংলাদেশের নাম। যেখানে থাকার কথা ছিল কোচ কাজী আবদুল মান্নানের। চূড়ান্ত গাফিলতি যাকে বলে!
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৮
এমআরএম