শুক্রবার (৬ এপ্রিল) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
এসময় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, শিশুদের সুস্থ্য ও সবল রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
তিনি বলেন, প্রাচীন খেলাগুলোর মধ্যে একটি খেলা দাবা। এ খেলা বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়। আমাদের সন্তানরা তথ্য বিপ্লবের এ বিশাল ভান্ডারে নিজেদের আত্মনিয়োগ করেছে। সেখান থেকে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা।
প্রতিযোগিতামূলক এ বিশ্বে মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। যুবসমাজ যেন অপসংস্কৃতিতে ব্যস্ত না হয়ে পড়ে এ বিষয়ে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে বলেও জানান মেয়র।
জ্ঞানের আলো পাঠাগার রাজশাহীর পরিচালক অধ্যাপক কাউসার আলীর ইতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাসিকের প্যানেল মেয়র-১ ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।
প্রতিযোগিতায় ১৭টি স্কুলের ১০২জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ক্ষুদে দাবাড়ুরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এসএস/জিপি