ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিলেন শাকিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিলেন শাকিল শাকিল আহমেদ

অস্ট্রেলিয়ায় চলমান গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস আসরে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছেন শাকিল আহমেদ। ৫০ মিটার এয়ার পিস্তলে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক জিতে নেন ২২ বছরের দেশসেরা এ শুটার।

বুধবার (১১ এপ্রিল) বেলমন্ট শুটিং সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে ২২০.৫ স্কোর করে রৌপ্য পদক জিতে নেন শাকিল।

একই ইভেন্টে ২২৭.২ স্কোরে স্বর্ণ জয় করেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রেফাকোলি।

 ২০১.১ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন ভারতের ওম মিথারওয়াল।

এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক জিতে নেন ২৮ বছর বয়সী আব্দুল্লাহ হেল বাকী। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসেও ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জিতেছিলেন বাকী। চার বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে সেটিরই পুনরাবৃত্তি করলেন।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এইচএল​/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।