ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কার্তিক-নিতিশ জুটিতে কলকাতার বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
কার্তিক-নিতিশ জুটিতে কলকাতার বড় জয় রবিন উথাপ্পা

ঢাকা: রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের জন্য ১৬১ রানের লক্ষে খেলতে নেমে দলীয় ১০২ রানে ৩ উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। সেসময় দলের হাল ধরেন দুই মিডল অর্ডার দিনেশ কার্তিক ও নিতিশ রানা। 

তাদের নিরবিচ্ছিন্ন ৬১ রানের জুটিতে ৭ বল হাতে রেখেই ৭ উইকেটে বড় জয় পায় কলকাতা।  কার্তিক ২৩ বলে অপরাজিত ৪২ এবং নিতিশ রানা ২৭ বলে অপরাজিত ছিলেন ৩৫ রানে।

দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেছেন রবিন উথাপ্পা।

এর আগে বুধবার জয়পুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ডার্ক শর্টের ৪৪ ও আজিঙ্কা রাহারে ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৬০ রানের সংগ্রহ পায় রাজস্থান।

কলকাতার হয়ে বল হাতে টম কুররান, নিতিশ রানা ২টি করে, পিযুষ চাওলা, কুলদিপ যাদব ও শিভাম মাভি নিয়েছেন ১টি করে উইকেট।

জয়ের জন্য ১৬১ রানের লক্ষে খেলতে নামা কলকাতা রবিন উথাপ্পার ৪৮, সুনিল নারাইন, দিনেশ কার্তিকের ৪২ ও  নারাইন-নিতিশের ৩৫ রানে মাত্র ৩ উইকেটের খরচায় সংগ্রহ করেন ১৬৩ রান। রাজস্থানের হয়ে বল হাতে কৃষনাপ্পা গৌতম নিয়েছেন ২ উইকেট।

বাংলাদেশ সময়: ০০২৮, এপ্রিল ১৯, ২০১৮
এইচএল/জেআইএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।