তাদের নিরবিচ্ছিন্ন ৬১ রানের জুটিতে ৭ বল হাতে রেখেই ৭ উইকেটে বড় জয় পায় কলকাতা। কার্তিক ২৩ বলে অপরাজিত ৪২ এবং নিতিশ রানা ২৭ বলে অপরাজিত ছিলেন ৩৫ রানে।
এর আগে বুধবার জয়পুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ডার্ক শর্টের ৪৪ ও আজিঙ্কা রাহারে ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৬০ রানের সংগ্রহ পায় রাজস্থান।
কলকাতার হয়ে বল হাতে টম কুররান, নিতিশ রানা ২টি করে, পিযুষ চাওলা, কুলদিপ যাদব ও শিভাম মাভি নিয়েছেন ১টি করে উইকেট।
জয়ের জন্য ১৬১ রানের লক্ষে খেলতে নামা কলকাতা রবিন উথাপ্পার ৪৮, সুনিল নারাইন, দিনেশ কার্তিকের ৪২ ও নারাইন-নিতিশের ৩৫ রানে মাত্র ৩ উইকেটের খরচায় সংগ্রহ করেন ১৬৩ রান। রাজস্থানের হয়ে বল হাতে কৃষনাপ্পা গৌতম নিয়েছেন ২ উইকেট।
বাংলাদেশ সময়: ০০২৮, এপ্রিল ১৯, ২০১৮
এইচএল/জেআইএম/আরআইএস/