ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাতক্ষীরায় স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
সাতক্ষীরায় স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা ২০১৮।

শনিবার (২১ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও  জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম আরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় যশোর জেলা দল ও নড়াইল জেলা দল। এতে যশোর জেলা দল ২২-১৪ পয়েন্টে নড়াইল জেলা দলকে পরাজিত করেছে।

প্রসঙ্গত, বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, ঝিনাইদাহ, যশোর ও নড়াইল জেলা দল।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।