এর আগে এ টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ ও দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়াকে ২০-০ গোলে হারায়। তবে তৃতীয় ম্যাচে ৭-৪ গোলে হেরেছিল মালয়েশিয়ার বিপক্ষে।
এদিকে মালয়েশিয়ার বিপক্ষে পাকিস্তান আবার ১২-১ গোলে হারায় সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের। আজই বিকেল ৫ টায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি ড্র হলেই পাকিস্তানকে টপকে ফাইভ-এ সাইড এ প্রতিযোগিতার শেষ চারে উঠবে।
পয়েন্ট টেবিলে ‘বি' গ্রুপের শীর্ষে থাকা মালয়েশিয়া ৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। পাকিস্তান ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে। ১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দুই দল পাবে অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে অনুষ্ঠেয় যুব অলিম্পিক গেমসের টিকিট।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৮
এমএমএস