ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে দুই দিনব্যাপী কাবাডি টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
গোপালগঞ্জে দুই দিনব্যাপী কাবাডি টুর্নামেন্ট শুরু গোপালগঞ্জ সুইমিংপুল অ্যান্ড জিমনেসিয়ামে চলছে কাবাডি খেলা।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুই দিনব্যাপী রোজী জামাল কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সুইমিংপুল অ্যান্ড জিমনেসিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লৎফর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন-অর-রশীদ মিরন।

টুর্নামেন্টে গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল, বৈশাখী একাদশ, কাশিয়ানীর সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয়, গেটওয়ে মডেল স্পোটিং ক্লাব, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, যুগশিখা স্কুলসহ আটটি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।