ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

যুব হকিতে পাকিস্তানকে রুখে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
যুব হকিতে পাকিস্তানকে রুখে সেমিতে বাংলাদেশ ছবি: সংগৃহীত

যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইপর্বের অসাধারণ পারফরম্যান্সই করছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে রুখে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

শুক্রবার ‘বি’ পুলে থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের পাকিস্তানের সঙ্গে ৩-৩ ড্র করে বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে সেমির টিকিট কাটলো এ টুর্নামেন্টে উড়তে থাকা দলটি।

শনিবার ( ২৭ এপ্রিল) প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এ আসরে ফাইনালে ওঠা দুই দল ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

এর আগে শুক্রবার সকালেই চাইনিজ তাইপেকে ১২-২ গোলে হারায় বাংলাদেশ। আর এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ ও দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়াকে ২০-০ গোলে হারায়। তবে তৃতীয় ম্যাচে ৭-৪ গোলে হেরেছিল মালয়েশিয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।