এ উপলক্ষে শনিবার (২৮ এপ্রিল) কুর্মিটোলায় টুর্নামেন্টের লোগো উন্মোচন, মিডিয়া ব্রিফ এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো উন্মোচন করেন।
টুর্নামেন্ট সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত অবহিতকরণ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ওপেন গলফ ২০১৮-এর সাংগঠনিক কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.)।
বিশ্বের প্রায় ২৫টি দেশের (আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার) পেশাদার গলফাররা এ টুর্নামেন্টে অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৮
এইচএল/টিএ