ছবি: সংগৃহীত
সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে হেরে যুব অলিম্পিক গেমসের টিকিট পাওয়া হয়নি বাংলাদেশ যুব হকি দলের। তবে তৃতীয় হওয়ার লড়াইয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এ ম্যাচে এক পর্যায় ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে কোরিয়া পর পর ৩ গোল করে ম্যাচ জমিয়ে দেয়।
পরে বাংলাদেশ পঞ্চম গোল করে জয়ের দিকে এগিয়ে যায়। কোরিয়া ম্যাচ শেষ হওয়ার আগে ব্যবধান কমালে ৫-৪ গোলের জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ।
২০১৪ সালে রানার্সআপ হয়ে যুব অলিম্পিকে খেলা বাংলাদেশ এর আগে সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৯-২ গোলে হেরে যায়। তবে গ্রুপ পর্বে সিঙ্গাপুরকে ১০-৪, চাইনিজ তাইপেকে ১২-২ এবং কম্বোডিয়াকে ২০-০ গোলে পরাজিত করে। মালয়েশিয়ার কাছে ৭-৪ গোলে হারলেও পাকিস্তানকে ৩-৩ গোলে রুখে দিয়ে তারা উঠেছিল শেষ চারে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।