দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক
ঢাকা: সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৭১ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সফরে পাঁচ ওয়ানডে ও তিন টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
পোচেফস্ট্রুমের সেনওয়াস পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৬৭ রান তোলেন দুই প্রোটিয়া ওপেনার লাইজলি লি-লরা ওলভারডট।
নাহিদা আক্তারের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২৬ রানে ওলভারডটের বিদায়ে ভাঙে এই জুটি। তবে রানের চাকায় বাঁধ দেওয়া সম্ভব হয়নি তাতে। লি’র ৫৪ (৮১ বলে), অধিনায়ক নিকার্কের ৪৪ (৫১), ট্রয়নের ৬৫ (৬১) মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রানের পুঁজি সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল নাহিদা আক্তার। ৮ ওভার বল করে ২.৭৫ রান রেটে মাত্র ২২ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন তিনি। রান খরচের দিক থেকে আর কেউ বলার মতো কিছু না করতে পারলেও ২ উইকেট করে নিয়েছেন জাহানারা আলম, ফাহিমা খাতুন। ১টি করে উইকেট পেয়েছেন সালমা খাতুন ও রুমানা আহমেদ।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমএইচএম/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।